আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

চকরিয়া-মহেশখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়া-বদরখালী – মহেশখালী সংযোগ সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মোজাম্মেল হক নামের এক ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়েছেন । এ ঘটনায় সালাহ উদ্দিন (৩৫) নামে অপর ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন । তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । ১৯ আগষ্ট (বৃহস্পতিবার) বিকাল ৫ টার সময় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে । সড়ক দূর্ঘটনায় নিহত মোজামেল হক মহেশখালী উপজেলার হোয়ানক পানির ছড়া এলাকার আবুল হাসেমের পুত্র । তিনি ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন । মোটরসাইকেলে থাকা অপর আহত ব্যাক্তি একই ব্যাংকে কর্মরত সালাহ উদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তিনিও মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বলে জানা গেছে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার দুই কর্মকর্তা বিকেলে কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে চকরিয়া থেকে মহেশখালী তাদের নিজ বাড়িতে ফিরছিল মোজামেল হক ও তার সহযোগী সালাহ উদ্দিন । বৃহস্পতিবার বিকেল ৫টার সময় চকরিয়া উপজেলার অভ্যান্তরীণ চিরিংগা- বদরখালী-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছলে চিরিংগা অভিমুখে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি কে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় ব্যাংক কর্মকর্তা মোজামেল হক । এসময় গুরুত্বর আহত হয় অপর আরোহী সালাহ উদ্দিন । পরে স্থানীয় ও পুলিশ এসে তদের কে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । আহত সালাহ উদ্দিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে । তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ