আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে সাধারণ জনগণ ও পথচারীর মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে
চাঁদপুর সরকারি কলেজের রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিভাগ। যৌথভাবে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহিত আন্তর্জাতিক WHO এর ফর্মুলা।
WHO ফর্মুলায় প্রাথমিকভাবে ৪০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে যৌথভাবে অত্র বিভাগগুলো।

আজ ৩০ মার্চ সোমবার কলেজ গেইটে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর নেতৃত্বে ও সার্বিক নির্দেশনায় অন্যান্য শিক্ষকরা করোনা ভাইরাস সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে।
এতে কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস, যুব রেডক্রিসেন্ট সার্বিকভাবে সহায়তা প্রধান করে।

হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সাবেক সম্পাদক এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার,উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাসুদ আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকসহ ও বিভিন্ন শিক্ষার্থীরা।

অত্র কলেজের অধ্যক্ষ বলেন, আগামীকাল ৩১ মার্চ নিম্ন আয়ের ১২০ টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করবো আমরা।
এর আগে সাধারণ জনগণের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে অত্র কলেজটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ