আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

চাঁদপুরস্থ মতলব দক্ষিণ উপজেলায় দুইটি অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধি

 

মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে এবং মতলব ডিগ্রি কলেজের শিক্ষক কলোনীতে আগুন লেগে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার উপাদী দক্ষিণ করবন্দ গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তফা কামালের ঘরে আনুমানিক বেলা ২টায় বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে
তা পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ছুটে আসে।
এলাকার লোকজনসহ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার গুলোর।
খবর পেয়ে এলাকার মেয়র ও উপজেলা ইউএনও ছুটে আসেন।
এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
অপরদিকে কলেজ কলোনীতে আগুন লেগে কলেজের গুরুত্বপূর্ণ কাগজপরত্র ও কলোনীতে অবস্থানরত শিক্ষকের বাড়ির মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়েছে।
এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান অবস্থানরত শিক্ষক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ