আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

সরাইলে খাবার বিতরণ করলেন ফেসবুক সংগঠন গরীবের বন্ধু

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি

 

বিশ্বব্যাপী করোনা আতঙ্কে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে দিনমজুর অসহায় ও খেটে খাওয়া মানুষজন। দেশের প্রায় সকল নাগরিক বাড়িতে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছেন এসকল মানুষগুলো। এর ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে শ্রমহীন পরিবার গুলোর।

এমন কিছু শ্রমহীন পরিবারের শিশুদের মাঝে এডভোকেট নুরুজ্জামান তপুর অর্থায়নে খাবার বিতরণ করেছে ফেসবুক সংগঠন ‘গরীবের বন্ধু’র সদস্যরা।

আজ রোববার(২৯ মার্চ) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের শতাধিক শ্রমহীন পরিবারের শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এবিষয়ে এডভোকেট নুরুজ্জামান তপু বলেন, করোনা ভাইরাসের কারণে দরিদ্র মানুষগুলো শ্রমহীন হয়ে পড়েছে। আমাদের এ কার্যক্রমের উদ্দেশ্য লোক দেখানো নয়। এই মহা দূর্যোগের দিনে সমাজের উচ্চ শ্রেণির মানুষরা যেন বেকার হয়ে পড়া মানুষদের জন্য এগিয়ে আসে এবং তাদের পাশে থাকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ