আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল বণিক সমিতি

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরর বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বণিক সমিতি। শনিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, ঝুমুর সিনেমা হল সংলগ্ন ও বাজারের ভিতরে এ হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির পক্ষ থেকে প্রায় ৫শ’টি মাক্স, ১ হাজারটি ভিটামিন সি ট্যাবলেট, ২শ’টি হ্যান্ড গ্লাপ্স, ২শ’ হেড ক্যাপ, ২শ’ পিস ডেটল ও ১শ’ পিস হেক্সিসল বিতরণ করা হয়। বণিক সমিতির পক্ষ থেকে হ্যন্ড স্যানেটাইজ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সহ সভাপতি আব্দুল আজিজ এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক বিষয়ক সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ