আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সরাইলের শ্রাবন ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি 

 

করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে শ্রাবণ মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।

২৭ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাডু’র বাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সরাইল থানার পুলিশ। আটক শ্রাবণ নোয়াগাঁও লাডু’র বাড়ির আশিক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে শ্রাবণ।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুইদিন আগে শ্রাবণ এক ভিডিও বার্তায় করোনা ভাইরাস নিয়ে নানা কথা বলে। সেই ভিডিওতে সে দাবি করেছে তার গবেষণায় করোনা ভাইরাস ধরা পড়েছে এবং সে নিজ চোখে করোনা ভাইরাস দেখেছে। এখন এই ভাইরাস বাংলাদেশ থেকে দূর করা সম্ভব এবং এ কাজটি সে-ই করতে পারবে।

এ জন্য তাকে ২৫ হাজার কোটি টাকা দিতে হবে। আর পুরো পৃথিবী থেকে এই ভাইরাস দূর করতে তাকে একশ’ হাজার কোটি টাকা দিতে হবে। তার দাবি, বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে এই ভাইরাস দূর করা তার পক্ষেই সম্ভব। তাই, টাকা পেলে সে একাজটি করতে পারবে। ভিডিওতে সংশ্লিষ্টদের আহবান জানিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে সে তার মোবাইল ফোনের নাম্বারও দেয়। পরে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং বিষয়টি গুজব আখ্যায়িত করে অনেকে বিরূপ মন্তব্যও করছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ