আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লক্ষ্মীপুরের খাবার, লিফলেট ও মাস্ক বিতরণ, মাঠে সেনাবাহিনী

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতায় জেলা পুলিশ, সামাজিক সংগঠন ও স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের ৫০ বেড এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস ২০ বেডসহ ১৫০ বেডের আইসোলেশন কর্ণার খোলা হয়েছে। প্রস্তুত রয়েছে চিকিৎসকরা। একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকের জন্য ১০০ পিছ ব্যাক্তিগত সুরক্ষা পোশাক প্রদান করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি একে এম শাহজাহান কামাল।

এছাড়া প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল,পুলিশ সুপার এ.এইচ.এম কামরুজ্জামান ও লক্ষ্মীপুর সদর,রায়পুর,রামগঞ্জ,কমলনগর ও রামগতি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দিন রাতে সুরক্ষা ও সচেতনায় কাজ করছেন।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের মেয়ে কাজী ওয়াফা ইসলাম এর পক্ষ থেকে রায়পুর উপজেলার বিভিন্নস্থানে হ্যান্ড সেনিটাইজার ও লিপলেট বিতরণ করা হয়। বিদেশ থাকলেও চিকিৎসকের সুরক্ষা থেকে চিকিৎসা সেবা প্রদান করতে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র কর্মরতদের পোশাক প্রদান করার ঘোষনাদেন এবং সর্বসাধারণকে আতঙ্কিত না হয়ে আরো সচেতন হওয়ার পরামর্শের কথা জানান সাংসদ পাপুল।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, রামগঞ্জ উপজেলার নুরপ্লাজা চত্বর, খাদ্যগুদাম চত্বর, সোনাপুরমোরগ বাজার, মাছ বাজার এলাকার শতাধীক অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া

মানুষের মাঝে চাল-ডাল, তেল-নুনসহ একটি পরিবারের এক সপ্তাহের নিত্যপন্য বিতরন করেছেন।

এছাড়া পাশাপাশি স্বাস্থ্য বিভাগের লোকজনসহ প্রোটেক্টেড ফর কোভিড-১৯ গ্রুপ তৈরি করে সবার সহায়তায় কাজ করছে লক্ষীপুর সরকারি কলেজ,চট্টগ্রাম টেক্সটাইল কলেজ, সুমাইয়া খানম-গাহস্থ অর্থনীতি কলেজ, মাহমুদ হোসেন-সেন্ট জোসেফ কলেজ,ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ,নটরডেম কলেজের লক্ষ্মীপুরে বাড়ী নাজিম,সুমাইয়া,মাহমুদ,আরিফ,হিমেল,মামুন,নাজিম উদ্দিন মাহমুদ,আশরাফুল হিমেল,মোঃমামুনসহ এমন অর্ধশত ছাত্র-ছাত্রী। তাদের টিপিনের জমানো টাকা থেকে তারা সামাজিক দূরতœ থেকে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে,দরিদ্র রিকশাওয়ালা,ভিক্ষুকদের মাঝে জন্য টোটাল ৮০০টি পোস্টার,একটি করে সাবান, ১০০ কেজি চাল,৬০ কেজি ডাল,৬০ কেজি আলু ৬৮ জন মানুষের মাঝে বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ