আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

আদম ব্যবসায়ী দালালের খপ্পরে পড়ে ৩ পরিবার নিঃশ্ব

মো: আব্দুল হানান, নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া:

মোটা অংকর চাকুরী দেওয়ার নাম করে ৩ জনক দুবাই নিয়ে পালিয় গেছে দালাল। ৩ জন এখন পালিয়ে দিন কাটাছ। তাদের পরিবারে চলছে কানার ঢল। ঘটনাটি ঘটছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজলার পূর্বভাগ ইউনিয়নর শ্যামপুর গ্রাম। গতকাল সরজমিন এলাকায় গিয়ে বিভিন লোকজন ও তাদর পরিবারর লোকজনের সাথে কথা বলে জানা গেছে ভূবন গ্রামর আক্কল আলীর ছেলে মোস্তাকিম মিয়া, হরিগঞ্জ জলার মাধবপুর উপজলার বুল্লা গ্রামর রঞ্জিত সরকারর ছেলে রপম সরকার ও বিষ্ণুপুর গ্রামর অজিত দবর ছেলে রাজু প্রতিমাস ৪০ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলে দুবাই নেয় ব্রাহ্মণবাড়িয়া জলার নাসিরনগর উপজলার পূর্বভাগ ইউনিয়নর শ্যামপুর গ্রামর মিয়াব আলীর ছেলে যুবায়র আহমদ সুমন। বিনিময় তাদর প্রতিজনের কাছ থেকে নেয়া হয় নগদ ৩ লক্ষ কর টাকা। রপমর সমন্ধি পলাশ, রাজু দবর স্ত্রী অঞ্জনা কর, মাস্তাকিমর পিতা আক্কল আলী সহ স্থানীয়রা জানায়, যুবায়র আহমদ সুমনর পক্ষ তার নিজ বাড়ীত টাকাগুলা গ্রহণ কর সুমনর বাবা মিয়াব আলী, মা রাশনা বেগম ও বোন রিপা আক্তার। তারা জানায় তিন জনকে দুবাই নিয় ১৫ দিন পর্ষন্ত তাদের তারা দালাল সুমনর কাছ রাখে । তারপরই সুমন পালিয় যায়। বর্তমান ৩জন দুবাইত খেয়ে না খেয়ে পালিয় দিন যাপন করছে । গতকাল দালাল সুমনর বাড়ীত গিয়ে তার মা,বাবা ও বোনের সাথে কথা বলত চাইলে, সাংবাদিকর কথা শুন তার বাবা মিয়াব আলী বাড়ী থেকে চলে যায়। মা রোশনা বেগম কথা বলতে চাইলও বোন রিপা আক্তার এসে মাকে টেনে নিয় যায়। ক্যামরার সামনে কথা বলত রাজী হয়নি দালালর বাো রিপা আক্তার। অসহায় ৩ পরিবারর চলছ শোকের মাতম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ