আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

মহেশখালী মৎস্য অফিসের অভিযানে ৩ টি বিহিন্দী জাল জব্দ করা হয়

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :

কক্সবাজারের মহেশখালী মৎস্য অফিসের দিন ব্যাপী অভিযানে বিভিন্ন নদী মোহনায় অভিযান চালিয়ে ৩টি বিহিন্দী জাল জব্দ করা হয় । ২৯ মে (শনিবার) মহেশখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করে ৩ টি বিহিন্দী জাল জব্দ করা হয় । পরে এসব জাল গুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে । সরকার ঘোষিত সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করায় জাল গুলো জব্দ করে পুড়ে ফেলা হয়েছে । অভিযানে নেতৃত্বদেন কোস্টগার্ডের কর্মকর্তা ও মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আঃ রহমান খান , সহকারী অফিসার রবি চাকমা । দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি , জেলেদের আর্থিক সচ্ছলতা আনায়নের লক্ষে সাগরে ৬৫ দিন মাছ ধরা কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ