আলাউদ্দিন সবুজ.ফেনী.
ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ায় গোলাম কিবরিয়া চৌধুরী মিনার নামে এক অসুস্থ্য রোগির মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে বুধবার রাতে তার জানাযায় অংশ নেয়নি স্বজন ও ইমামরা। মিনার ওই এলাকার চৌধুরী বাড়ির নিবাসী কবির আহম্মদের ছেলে।
জানা গেছে, গোলাম কিবরিয়া চৌধুরী মিনার (৪৫) অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। মিনারের মৃতদেহ বাড়িতে আনা হলে করোনা সন্দেহে স্বজনরাসহ পাড়া-প্রতিবেশিদের কেউ এগিয়ে আসেনি। রাতে অনুষ্ঠিত জানাযায় গ্রামের মসজিদের ইমামও জানাজা নামাজ পড়াননি। রাত ২টায় তড়িঘড়ি করে অপর এক ইমামকে দিয়ে জানাযা পড়িয়ে দাফন করা হয়।
মিনারের মামাতো ভাই কলেজ ছাত্র ইমাম হোসেন শুভ জানান, তাঁর ফুফাতো ভাই মিনার ষ্টোকের রোগী ছিলেন। তিনি ডায়াবেটিসহ দীর্ঘদিন কিডনি সমস্যা ভুগছিলেন। মঙ্গলবার তাঁর শরীরে হালকা জ্বর আসে।।
তিনি আরো জানান, বুধবার সকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেলে তিনি মারা যান। তবে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন।
পাঁচ ভাই এক বোনের মধ্যে মিনার সবার বড়। মৃত্যুকালে তিনি আড়াই বছরের এক কন্যাশিশু ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাা. মো. মোজাম্মেল হক জানান, মিনার করোনাভাইরাস আক্রান্তে মারা যাননি। সাধারণত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।