আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শাহজাদপুরে ৫’শ মটর শ্রমিককে ঈদ উপহার দিলেন চয়ন ইসলাম ও এ্যাড. লাবলু

নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারীতে সর্বাত্মক লকডাউনে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের কর্মহীন ৫’শ শ্রমিকের মাঝে সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম ও মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, জেলা আ’লীগ সদস্য ও উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ ড. মযহারুল ইসলামের বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে বেকার মটর শ্রমিকদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবন, গুঁড়োদুধ, সেমাই, পোলার চাল, চিনি, আলু, সাবান ও পেয়াজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীন মটর শ্রমিকদের হাতে ঈদ উপহার তুলে দেন জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আ. লীগ নেতা সাবেক কাউন্সিলর কোরবান আলী, বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতা পরিষদের সভাপতি আমিরুল ইসলাম সাগর, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফারুক সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, জামিরতা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাসেত, কৃষক লীগ নেতা মঞ্জু, ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা হিল্লোল চৌধুরী প্রদীপ, আহাদ খান রাসেল, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, ইউনিয়ন আ.লীগ নেতা নাসির হোসেন, ছাত্রলীগ নেতা সুমন, রানা, রবিন প্রমূখ।
এ বিষয়ে জননেতা চয়ন ইসলাম ও জননেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘করোনা ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনা বাস্তবায়নে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের বেকার শ্রমিকদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এ ক্ষুদ্র প্রয়াস। যে কোন দুর্যোগে শাহজাদপুরের গরীব দুঃখী শ্রমজীবী মানুষের সাথেপাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ‘
অন্যদিকে, চলমান সংকটে চির অবহেলিত মটর শ্রমিকেরা ঈদ উপহার পেয়ে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ