আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামানিকের ছেলে ইমরান হোসেন (১৮) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুটিয়া গ্রামের আফছার আলীর ছেলে আরিফ হোসেন (১৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইমরান হোসেন বাড়ির পাশে মাঠে বেগুন তুলছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে আরিফ হোসেন শ্রমিক হিসেবে আফরা গ্রামের মাঠে বাঙ্গি তুলছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ