নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের রায়গঞ্জে কালবৈশাখী ঝড়ে বারান্দার খুঁটি মাথায় পড়ে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, আজ রবিবার (৯ মে) বেলা ১ টার দিকে। নিহত গৃহবধু রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের নওদাশালুয়া গ্রামের সুর্য সেখের স্ত্রী ফিরোজা (২৮)। ঘটনাটি নিশ্চিত করে উক্ত ওয়ার্ডের মেম্বর আব্দুল করিম জানান, ঘটনার সময়ে কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় তার ঘরের বারান্দার সিমেন্টের খুঁটি মাথার উপর ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।