আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে করোনা ভাইরাস প্রতিরোধে অরুয়াইল পুলিশ ফাড়ির বিশেষ অভিযান

হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি

 

করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমন রোধে জনসচেনতা বাড়াতে অভিযানে নেমেছে অরুয়াইল পুলিশ ফাড়ি।

অাজ ২৬ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাড়ির আইসি মোঃ কামরুজ্জামান এর নেতৃত্তে অরুয়াইল বাজারে জনসচেতনতা বৃদ্ধিতে এ অভিয়ান চালান। অভিয়ান চলাকালিন সময়ে দেখা য়ায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অরুয়াইল বাজারে চার শ্রেনীর দোকান ব্যাতিত অনন্য দোকান ও খোলা ছিল এগুলো কঠোর হুশিয়ারীর মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাজারে কিছু অপ্রোয়জনীয় লোক এলোপাতারী ঘুরাফেরা করলে তাদেরকে বাজার থেকে বের করে দেন।

এছাড়াও এস আই কামরুজ্জামান সাধারণ মানুষজনকে ঘরে থাকার আহবান জানানোর পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন। তিনি আরও বলেন
দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা অনুযাযী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। অভিয়ান চলাকালিন সময়ে অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী অাবু তালেব সহ অরুয়াইল পুলিশ ফাড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ