আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরকারি পুকুর খনন নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে সরকারি পুকুর খনন কাজে বাধা প্রদান করে চাঁদা দাবি করায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আহত হয়েছেন ১০ জন। এলাকাবাসী জানান বুধবার (৫ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া বিলে সরকারি পুকুর খনেনর কাজ চলছিল। এ সময় বিলে বেকু মেশিন দিয়ে মাটি কাটছিল। স্থানীয় যুবলীগ নেতা শহিদুল ইসলাম বেকুর ড্রাইভারের কাছ থেকে চলন্ত গাড়ি রোধ করে চাবি ছিনিয়ে নিয়ে যায়।বেকু ড্রাইভার ইউসুফ আলী গাড়ির চাবি দাবি করলে ইউনিয়ন পরিষদে আয়, চেয়ারম্যান এর মিমাংসা করবে বলে শহিদুল ইসলাম জানায়। প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত জাহাঙ্গীর আলম ও তার লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধে যায়।আহতরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), রাশেদ (২৫) দুলাল (২৭), আলাল (২৮), আতিয়া বেগম (৩৩), সোহেল (২৪), আব্দুল আলিম (২৭), অপর পক্ষের শহিদুল ইসলাম (৪৬), রইচ উদ্দিন (৫০), রওশন আলী (৪৮)। আহতদের সিরাজগঞ্জ সদর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল চকনুর গ্রামে গিয়ে মৃদু লাটি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রায়গঞ্জ অফিসার ইনচার্জ অফিসার শহিদুল ইসলাম জানান। উল্লেখ্য মৎস্য অধিদপ্তরের পুকুর খননের সাড়ে ৯ লক্ষ টাকা বরাদ্দের প্রকল্পের কাজ চলছে। উক্ত কাজে শহিদুল ইসলাম ও লালচাঁন গ্রুপ চাঁদা দাবি করলে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ