আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অবৈধ ড্রেজার ভেঙে দিলো ফরিদগঞ্জের প্রশাসন 

কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জে অবৈধভাবে ফসলিজমি নষ্ট করে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় একই দিনে চারটি অবৈধ ড্রেজার ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৯ এপ্রিল বিকেলে এই অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ও এসআই বরকতসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার পৌর এলাকার চরবসন্ত ব্রিকফিল্ড সংলগ্ন গুদারার চর এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমি থেকে ২টি এবং ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন থেকে ১টি ও হাঁসা গ্রাম থেকে ১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ফরিদগঞ্জ প্রশাসন। পরে অবৈধ উপায়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজিং কাজে ব্যবহৃত জব্দকৃত মোট ৪টি ড্রেজার ও পাইপ ভেঙে অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জানান, অভিযানকালে ড্রেজিংয়ের কাজে জড়িত কাউকেই পাওয়া যায়নি। তারা আরও বলেন, অবৈধ ড্রেজারের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ