আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লামায় মিনি ট্রাক দূর্ঘটনায় আহত ১৫ নিমার্ণ শ্রমিক

মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :
বান্দরবান জেলার  লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে যাওয়ার সময় শ্রমিকবাহী একটি মিনি ট্রাক উল্টে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে করে ১৩ জন শ্রমিক আহত হয়। শ্রমিকবাহী মিনি ট্রাকে ২৫ জন শ্রমিক ও রাস্তার কাজের মালামাল নেয়া হচ্ছিল।
 রূপসীপাড়া ইউনিয়নের, শিলেরতুয়া রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি মুখের কুটুবাড়ি এলাকায় পাহাড় উঠার সময় মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। আহত ১৩ জন শ্রমিকের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ জানান, ১৩ জনকে লামা হাসপাতালে আনা হলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের লামা হাসপাতালে ভর্তি দেয়া হলেও তাদের বাড়ি চকরিয়া উপজেলায় হওয়ায় তারা চকরিয়া চলে গেছে।
লামা হাসপাতালে আহতদের সারিবদ্ধ ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত শ্রমিক মোঃ রেজাউল হক বলেন, গাড়িতে ২৫ জন নির্মাণ শ্রমিক ছিল। আমরা রূপসীপাড়া হতে শিলেরতুয়া সড়কের ড্রেনের কাজে মালামাল সহ যাচ্ছিলাম। হাসপাতালে আসা আহত ১৩ জন ছাড়া বাকীরাও কম-বেশি আহত।
আহত শ্রমিকরা হলো, নবীর হোসেন (১৩), মোঃ মনির (১৭), মোঃ আলমগীর (২৩), মোঃ রেজাউল হক (৫৩), মোঃ জিয়াবুল (২২), মোঃ আরিফুল ইসলাম (২০), মোঃ সাকিব (১৮), মোঃ রাসেল (২৩), সায়েম (১৫), মোঃ সাগর (১৯), শহীদুল ইসলাম সজিব (১৮), মোঃ আরাফাতুল ইসলাম (১৯), মোঃ নেজামুল করিম (১৬)। আহতরা চকরিয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত হলো, নবীর হোসেন, মোঃ মনির ও মোঃ আলমগীর।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে লামা হাসপাতালে আসেন লামা পৌরসভার মেয়র ও লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোঃ জহিরুল ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ