আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

১টি এলজি ও গুলিসহসহ ডাকাত গ্রেফতার

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর মডেল থানার মামলা নং-১৭, তারিখ-১০/০৩/২০২১খ্রিঃ, ধারা-৩৯৫ পেনাল কোড এর তদন্তে প্রকাশিত আসামী আনোয়ার হোসেন আনুকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক, জনাব জাফর আহাম্মদ চট্টগ্রাম হইতে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু (২৩), পিতা-মৃত মফিজ উল্যা, সাং-শিবপুর (জুলুসের বাড়ী প্রঃ বৈরাগীর বাড়ী), থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ডাকাতি মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। জিজ্ঞাসাবাদে আসামী আরো জানায় যে, সে ও তাহার সহযোগী অপর ডাকাত, ডাকাতি সংঘটন কালে একটি অস্ত্র ও ২টি কার্তুজ ব্যবহার করিয়াছে।

পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম (সেবা) মহোদয়ের সার্বিক তত্ত্ববধায়নে, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন মহোদয়কে দিক নির্দেশনায়, শহর পুলিশ ফাড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক, জনাব জাফর আহাম্মদ, শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই/মুহাম্মদ কাওসারুজ্জামান, লক্ষ্মীপুর মডেল থানায় কর্মরত এএসআই/মোঃ নুরুল করিম চৌধুরী, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২৫/০৪/২০২১ তারিখ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পৌরসভা ১১নং ওয়ার্ডস্থ আটিয়াতলী গ্রামের মিয়া জান পাটোয়ারী বাড়ীর আলী আকবর (৮০), পিতা-মৃত আমিন উল্যার জমিনের দক্ষিন পার্শ্বে কিনারায় গাছের চিপা হইতে আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু এর দেখানো মতে ও তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১টি এলজি ও ২টি কার্তুজ উদ্ধার পূর্বক স্বাক্ষীদের সম্মুখে রাত অনুমান ইং ২৫/০৪/২০২১ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে। পরবর্তীতে আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু ও তাহার সহযোগী অপর পলাতক আসামী মোঃ সবুজ (২২), পিতা-মৃত আতরেরজ্জামান, সাং-আটিয়াতলী (মিয়াজান পাটোয়ারী বাড়ী), পৌর ১২নং ওয়ার্ড, থানা ও জেলা-লক্ষ্মীপুর’দ্বয়ের বিরুদ্ধে লক্ষ্মীপুর থানার মামলা নং-৫৪, তারিখ-২৫/০৪/২০২১ খ্রিঃ, ধারা-The arms Act, 1878 এর 19 A রুজু করিয়া আসামী আনোয়ার হোসেন প্রঃ আনুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী আনোয়ার হোসেন প্রঃ আনু এর বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি, খুন ও মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ