নিজস্ব প্রতিবেদক:
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম” স্লোগানকে সামনে রেখে গঠিত হয় Ex-CAP Volunteer Front। খুব দ্রুত সময়ের মধ্যেই আর্থিকভাবে সুবিধাবঞ্চিতদের মধ্যে উপহার হিসেবে পুষ্টিকর ইফতার উপহার বন্টন করে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বর্তমান শিক্ষার্থীদের এই সংগঠনটি।গত শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১ সালে সাভারের তুলনামূলক পশ্চাৎপদ এলাকা সবুজবাগ-বিনোদবাইদে প্রায় ২০০ মানুষের জন্য এক টুকরো উপহার হিসেবে ইফতারের প্যাকেট নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় Ex- CAP Volunteer Front এর সদস্যরা।সেখান থেকে মানুষ নিজের প্রয়োজন মতো খাবার নিজ হাতে তুলে নেয়। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল পৃথিবীজুড়ে একটা সুন্দর উদ্যোগের বার্তা পৌঁছে দেয়া যেখানে মানুষেরা তাঁর উদ্বৃত্ত খাবার অন্যকে উপহার দিতে শুরু করবে।করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব বলে জানিয়েছেন Ex- CAP Volunteer Front এর সদস্যরা।