নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (১৯ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এর নেতৃত্বে লকডাউনকে কার্যকর করতে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশনা লংঘনের দায়ে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকার ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।