আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

বাগেরহাটে করোনায় আক্রান্ত ২২জন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ১৭২ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪ জন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন ৬৪ জন। আর চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে বাড়ী ফিরেছেন ১ হাজার ৭৪ জন। জেলায় সরকারী হিসেবে জনপ্রতিনিধি, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মী ও শিক্ষকসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ জন। এরমধ্যে করোনার হটস্পট ফকিরহাট উপজেলায় ১১ জন, বাগেরহাট পৌর এলাকার ৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ৫ জন ও মোংলা উপজেলায় ১ জন রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ