আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৫ ইং

লক্ষ্মীপুরে জনপ্রতিনিধি স্বপনের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুর শহরের পৌর ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জন্য সচেতনতা মূলক মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় এলাকায় জীবানু মুক্ত নাশক মেডিসিন ছিটানো হয়। বুধবার সকালে ওই ওয়ার্ডের বিভিন্ন ওলি-গলিতে ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসুচি পালন করেন ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন।

এসময় স্থানীয় ‘স্বাধীন বাংলা ক্রিড়া চক্র ও সাংস্কৃতিক সংঘ’ এবং ‘ব্ল্যার্ড ব্যাংক সেচ্ছাসেবী সংগঠন’ এ সচেতনতা মূলক কর্মসুচিতে সহযোগিতা করেন।

লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন জানান, নভেল করোনা ভাইরাস মহামারি আকারে রূপ নিচ্ছে। তাই এ সংক্রামণ থেকে নিজ এলাকার মানুষ সচেতন করতে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়াও এ সংক্রামণ থেকে মুক্ত রাখতে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ইতোমধ্যেও সচেতনামুলক মাস্ক, লিফলেট বিতরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ