আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

চান্দিনার কামারখোলা গ্রাম মানব সেবা চর্চার উর্বর ভূমি

চান্দিনা প্রতিনিধি :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সুবিধাবঞ্চিত মানুষদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া আসন্ন পবিত্র মাহে রামাদানে অনেক কষ্টের কথা চিন্তা করে চান্দিনার কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আসন্ন রমজানের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

চান্দিনা উপজেলার অন্তর্গত মাইজখার ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কামারখোলা। কামারখোলা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ লাঘবে এগিয়ে এসেছে কামারখোলা কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের তরুণ উদ্যোক্তারা। তারা প্রথম ১৫ রামাদানের জন্য আজ মঙ্গলবার কামারখোলা গ্রামের ৮০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার বিতরণ করেছেন। শেষ ১৫ রমজানের জন্য ২য় প্যাকেজেও ইফতার সামগ্রী বিতরন করা হবে উক্ত অসহায় পরিবারের মাঝে।তরুণদের মধ্যে “মোঃ খোরশেদ আলম” সংবাদ সংগ্রাহক কে বলেন,” কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদের যুবক ধর্মপ্রাণ মুসল্লিদের সৌজন্যে প্রথম রমজান থেকে ৩০ রমজান, কামারখোলা গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ হবে। আজ প্রথম প্যাকেজ হিসেবে প্রথম ১৫ রমজানের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।তিনি বলেন,কামারখোলা গ্রামের প্রবাসী,বিত্তশালী,চাকরীজিবীদের প্রতি আমি কৃতজ্ঞ তাঁরা আমাদের ডাকে সাড়া দিয়ে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছেন।”উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ ওসমান গণি, প্রভাষক দোল্লাই নবাবপুর সরকারি কলেজ, চান্দিনা, মোঃনুরুল ইসলাম, উপ পরিচালক, দুর্নীতি দমন কমিশন।আলহাজ্ব মোঃ রহুল আমীন, সভাপতি, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স মসজিদ, মানিক মেম্বার, মোঃআব্দুল বাতেন,মোঃ আলমাছ মিয়া, মোঃ জাহাঙ্গীর কর্তা,মোঃ মিছির আলী, মোঃ জলিল সাহেব,ফারুক মেম্বার,মোঃ মোতালেব মেম্বার,মোঃ শফিক মিয়া,হাজী মোঃ মোমতাজ, হাজী সিরাজুল ইসলাম সিফত সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।কামারখোলা গ্রামের মত ঐক্য গড়ে উঠুক বাংলার প্রতিটি গ্রামে গ্রামে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ