আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

রায়পুর ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৬ হাজার ১শত টাকা জরিমানা

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌরশহরের ০১-০৪-২০২১ ইং তারিখে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্কবিহীন ব্যবসা পরিচালনা, অযথা ঘোরাফেরার দায়ে কয়েকজন পথচারী এবং প্রতিষ্ঠান মালিককে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ২১০০/- (দুই হাজার একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পাশাপাশি লাইসেন্সবিহীন এবং অননুমোদিত ঔষধ বিক্রয়ের দায়ে ড্রাগ সুপারের প্রসিকিউশন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে ড্রাগ আইন,১৯৪০ মোতাবেক এবং শহরের ভেতর নিষিদ্ধ ট্রলি চলাচল করায় ট্রলির মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ২৯০০০/- (উনত্রিশ হাজার টাকা)অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জাটকা মাছ (আনুমানিক ৫০ কেজি) বিক্রি করার অভিপ্রায়ে পরিবহন করার দায়ে আটকৃত একজন আসামীকে মৎস কর্মকর্তার প্রসিকিউশন অনুযায়ী মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৫(১)ধারায় ৫০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয়। মাছগুলো রায়পুর উপজেলার দুটি এতিমখানা ও মাদ্রাসা এবং অসহায়-দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ