আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ফরিদগঞ্জ লেখক ফোরামের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে ফরিদগঞ্জ লেখক ফোরাম। ‘মুক্তিযুদ্ধের গল্প বলি’ শিরোনামে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প বলা এবং লেখক ফোরাম মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-এর পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ শনিবার বিকেলে লেখক ফোরাম কার্যালয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প বলা, আলোচনা সভা ও  পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বে দুপুর ৩টায় মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ইকরাম চৌধুরী একাদশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শান্তনু কায়সার একাদশ। পুরস্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা আক্তার (শেলী)’র প্রতিনিধি ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জামাল উদ্দিন। ফরিদগঞ্জ লেখক ফোরামের মহা-পরিচালক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি ইলিয়াস বকুলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি কবি ও প্রকাশক দন্ত্যন ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, লেখক ফোরামের সাধারণ সম্পাদক মো. শামিম হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাসনিফ ইমন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন রাসেল মাহমুদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ