আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

লক্ষীপুর ২ আসন উপনির্বাচনে এডভোকেট নয়ন নৌকা প্রতীক

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

আগামী ১১ ই এপ্রিল জাতীয় সংসদ আসন ২৭৫ এর উপনির্বাচন।এ উপলক্ষ্যে বাংলদেশ আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন কে মনোনীত করে নৌকা প্রতীক প্রদান করে

আসন্ন জাতীয় সংসদ লক্ষীপুর- ২ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে ২৫ মার্চ সকালে দলীয় নৌকার প্রার্থী , লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন।

২৫ মার্চ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে রায়পুর শহরের ট্রাফিক মোড়ে উপজেলার সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা রাখেন এডভোকেট নূর উদ্দীন।

তিনি বলেন,বিগত ১২ বছরে রায়পুরে দৃশ্যমান কোন উন্নয়ন সাধিত হয়নি।সবক্ষেত্রে পিছিয়ে আছে এ মডেল উপজেলাটি। তিনি নির্বাচিত হলে আগামী ২ বছরের মধ্যে ১২ বছরের উন্নয়ন সাধন করবেন।তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, রাস্তাঘাট সংস্কার, গ্যাস লাইন চালুসহ সকল আধুনিক সু্যোগ সুবিধা যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখবেন।

রায়পুরের এ পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর চেয়ারম্যান রুবেল ভাট,সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন,সাবেক পৌরসভা চেয়ারম্যান ইসমাইল খোকন সহ উপজেলা আওয়ামীলীগের অন্যান্য অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।তারা সেখানে শ্লোগান দিয়ে পথসভাকে সমাবেশে পরিনত করেন।

রায়পুর ৯ নং চর আবাবিল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজল ইসলাম হাওলাদার তাজু নেতৃত্বে এক বিশাল গণ মিছিল নিয়ে রায়পুরে আশা হয়, উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড মেম্বার জাফর চৌকিদার, যুবলীগের ফরিদ হাওলাদার, সবুজ হাওলাদার, রাজু, শ্রমিকলীগের সভাপতি আলম ছৈয়াল, ছাত্রলীগের ৯ নং ইউনিয়নের সভাপতি মিল্লাত হোসেন, ফরহাদ, রাকিব, আরিফ, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগে এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন কে মনোনীত করে নৌকা প্রতীক প্রদান করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ