আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মরহুম মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ বেগকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

কে এম নজরুল ইসলাম :
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, ধানুয়া মাদ্রাসার সাবেক শিক্ষক এবং গোপালগঞ্জ জেলার ডিবি ওসি মাসুদ রায়হানের বাবা ছালামত উল্লাহ বেগ গতকাল ২৪ মার্চ বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ওনার মৃত্যুর পর আজ সকাল ৯:৩০ ঘটিকায় জানাজার নামাজের পূর্বে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনর পক্ষ হতে গার্ড অব অনারের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিতিতে ও ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ বাহার মিয়ার নেতৃত্বে একদল চৌকস পুলিশ কর্মকর্তা এই বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাজী সফিকুর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা মোফাজ্জল পাটওয়ারী, আলহাজ্ব মোহাম্মদ রসু মিয়া, উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী আবুল কালাম আজাদ, স্থানীয় মেম্বার ওসমান বেগ, জাকির হোসেন খানসহ এলাকার সর্বস্তরের মানুষ।
গার্ড অব অনার ও জানাজার নামাজের শেষে মরহুম মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ বেগকে ওনার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ