আজ ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং

আগামী ২৮ মার্চ থেকে যশোরের আকাশে উড়বে বিমান

নয়ন সরদার :

মহামারী করোনাতে বন্ধ থাকার এক বছর পর আগামী ২৮ মার্চ থেকে যশোরের আকাশে উড়বে বিমান। সোমবার (২২ মার্চ) বিমানের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ঢাকা-যশোর-ঢাকা রুটে সপ্তাহে নয়টি ফ্লাইট পরিচালিত হবে।
করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ থেকে যশোরে ফ্লাইট বন্ধ রাখে বিমান। পরবর্তী সময়ে অন্য রুটে ফ্লাইট চালু করলেও যশোরে ফ্লাইট চালু হয়নি। এক বছর পর পুনরায় এ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থা। ঢাকা-যশোর রুটে বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ