আলাউদ্দিন সবুজ.ফেনী
ফেনী সদর উপজেলার সব চায়ের দোকান, হোটেল, রেস্তোরা ও মোড়ে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
করোনাভাইরাস থেকে ফেনী সদর উপজেলাবাসীকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ব্যাপারে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। এতে তিনি উপজেলার সব হোটেল, রেস্তেরা, মোড়সহ জনবহুল এলাকায় আড্ডা না দেওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান। নিজেদের নিরাপদ রাখারও অনুরোধ জানিয়ে বলেন, ‘ অপ্রয়োজনে কেউ বাসা থেকে বের হবেননা। নিজে নিরাপদ থাকুন, সবাইকে নিরাপদ রাখুন।
নির্বাহী কর্মকর্তার এই স্ট্যাটাস ব্যাপক শেয়ার হয়। অনেকে এটা মেনে চলার অঙ্গীকার করে স্ট্যাটাসে বিভিন্ন মন্তব্য করেন।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চায়ের দোকানে টেলিভিশন চালু রেখে বেচাকেনা করা হয়। এসব দোকানে উল্লেখযোগ্যসংখ্যক লোকজনের সমাগম হয়। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, লোকজনকে নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।