আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ফরিদগঞ্জে পুড়ে ছাই হলো পরিত্যক্ত ঘর 

 কে এম নজরুল ইসলাম : 
রাত আনুমানিক ১০:১৫ মিনিটের দিকে শুকনোপাতাভর্তি পরিত্যক্ত একটি টিনের চৌচালা ঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
২০ মার্চ শনিবার ফরিদগঞ্জের নয়াহাট বাজারস্থ বেপারি বাড়ির (পুলের ধারের বাড়ি) মিলন বেপারীদের বসতঘর সংলগ্ন পরিত্যক্ত টিনের ঘরে আগুন লেগে পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। জুলহাস বেপারীর বিক্রিকৃত পরিত্যক্ত ঘরটিতে কোনো মানুষের বসবাস ছিল না। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পুরো ঘরটি বাড়ির বিভিন্ন মানুষের রান্নায় ব্যবহার করার শুকনো পাতায় ভরপুর ছিল।
মানুষের বসবাস না থাকায় ঘরটিতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। কী থেকে, কীভাবে আগুনের উৎপত্তি হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা সন্দেহ করছেন, হিংসার বশবর্তী হয়ে হয়তোবা কেউ এই আগুন লাগাতে পারে। কেউ কেউ বলাবলি করছে, সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে প্রকৃত সত্য ঘটনা কোনটি, তা অজানা।
ঘটনাস্থলের আশেপাশে কোনো ফায়ার সার্ভিস না থাকায় চাঁদপুর শহরের ফায়ার সার্ভিসে কল করার প্রায় ৫০ মিনিট পর তারা এসে পৌঁছায়। ইতোমধ্যে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস আসার পূর্বেই উপস্থিত মানুষের সহযোগিতায় আগুন নেভাতে সমর্থ হয় বাড়ির লোকজন। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ