আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ধানুয়া ফাযিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন 

কে এম নজরুল ইসলাম : 
শতবর্ষের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জের ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত হলো বাঙালি জাতির রূপকার, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস।
১৭ মার্চ বুধবার সকাল ১১টায় মাদরাসার অফিস কক্ষে করোনাকালীন সময়ের সর্বোচ্চ সতর্কতা ও সুরক্ষা বজায় রেখে পালিত হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ মোঃ তাজাম্মুল হোসাইন মজুমদার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মময় জীবনের ওপর আলোচনা ও শিশু দিবসের তাৎপর্য নিয়ে মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী মৌলভী ওমর ফারুক এবং নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আরবি প্রভাষক মাওলানা নাজির আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা এইচ এম মুহিউদ্দিন, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা মোফাজ্জল হোসেন, সিনিয়র প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ আরিফুর রহমান, সিনিয়র প্রভাষক (বাংলা) তাসলিমা সুলতানা, ইংরেজি প্রভাষক একেএম শরীফুল ইসলাম ঢালী প্রমুখ। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ