আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মহেশখালীর কোহেলীয়া নদী রক্ষার দাবীতে (বাপা’র) মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

একজন মায়ের সাথে ছেলের যেমন সম্পর্ক রয়েছে ঠিক তেমনি ভাবে মহেশখালীর কোহেলীয়া নদীর সাথে এতদাঞ্চলের মানুষের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে । কাজেই কোহেলীয়া নদী মরে যাওয়া মানে মহেশখালীর প্রায় দুই লক্ষ মানুষের জীবন ধ্বংস হয়ে যাওয়া । নদী ভরাট করে সড়ক নির্মাণ করা বিশ্বের কোথাও নজির নেই , কিন্তু আমাদের কোহেলীয়া নদী ভরাট করে বিশাল সড়ক নির্মাণ করা হচ্ছে এটা নজীরবিহীন । সু-গভীর একটা নদী ভরাট হয়ে গেছে অথচ সরকারী সংশ্লিষ্ট দপ্তর কিছুই করছে না এটা খুবই দুঃখজনক । কোহেলীয়া নদী হারিয়ে গেলে এ নদীর উপর নির্ভরশীল জেলে থেকে শুরু করে হাজার হাজার বিভিন্ন পেশার লোকজন বেকারত্ব হবে একই সাথে সরকারও বিশাল অংকের একটা রাজস্ব থেকে বঞ্চিত হবে । তাই মহেশখালীর কোহেলীয়া নদী বাঁচিয়ে রাখা অতিব প্রয়োজন বলে মনে করেন বক্তারা । ১৪ মার্চ (শনিবার) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে মহেশখালীর কোহেলীয়া নদী রক্ষার দাবীতে কোহেলীয়া নদীর পাড়ে মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , ওয়াটারকিপারস বাংলাদেশ , কোহেলীয়া নদী রক্ষা কমিটি ও কোহেলীয়া মৎস্যজীবি সমবায় সমিতির যৌথ উদ্যোগে ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২১ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৪ মার্চ বিকাল ৪টায় কোহেলীয়া নদীর পাড়ে মানববন্ধন ও সন্ধা ৬টায় ইউনুছখালী বাজারে আলোচনা সভার আয়োজন করা হয় । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক , সিনিয়র সদস্য সালাহ উদ্দির নূরী পিয়ারু , মহেশখালী মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , হোয়ানক মৎস্যজীবি লীগের সভাপতি লিয়াকত আলী , কোহেলীয়া নদী রক্ষা কমিটির সদস্য সংবাদকর্মী রকিয়ত উল্লাহ , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সদস্য ছদরুল আমিন , সালাউদ্দিন কাদের , মিজানুর রহমান , হেলাল উদ্দিন , কোহেলীয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ , যুগ্ন সম্পাদক ছফুর আলম , সদস্য করিম উদ্দিন , আছদ আলী , মোক্তার হোছাইন , রকি উদ্দিন , চাঁদ মিয়া , কামাল হোছাইন , আরফাতুল ইসলাম , জাকের হোছাইন , সংবাদকর্মী শাহাদাত আলী জিন্নাহনও আব্দু রশিদ প্রমূখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ