কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জ রামপুরে মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে আসামী পক্ষের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেল সাহা (৩০) গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত ফরিদগঞ্জ থানার ২জন এএসআই মোঃ জামশেদ ও শফিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রামপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গেলে আসামী রুবেল সাহা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ তাদের জানমাল ও সরকারি অস্ত্র রক্ষার্থে আসামী পক্ষের উদ্দেশ্যে গুলি চালায়। গোলাগুলিতে আসামী রুবেল গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের ২জন এএসআই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।