আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ ইং

বাগেরহাটে নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতি, বাগেরহাটের আয়োজনে এবং নারীপক্ষ দুর্বার নেটওয়ার্ক খুলনা অঞ্চলের সহযোগিতায় শুক্রবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে বাগেরহাট জেলা মহিলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, অগ্রযাত্রা মহিলা সমিতির সভানেত্রী আম্বিয়া খাতুন, আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতি, বাগেরহাটের সভানেত্রী হালিমা বেগম, পূর্নিমা মহিলা সমিতির সভানেত্রী নাজমা, স্বদেশ মহিলা সমিতির সভানেত্রী কাকলী সমাদ্দার প্রমুখ। মানববন্ধন ও আলোচনা সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন নারী সংগঠনের সদস্য ও নেত্রীরা অংশগ্রহন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ