আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিতদের শপথ গ্রহণ

কে এম নজরুল ইসলাম, ফরিদগঞ্জ :

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এবং সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ মার্চ বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।
ফরিদগঞ্জ পৌরসভার শপথ গ্রহণ করা নবনির্বাচিত কাউন্সিলরা হলেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুসুম বেগম (১, ২, ৩) ওয়ার্ড; খতেজা বেগম (৪, ৫, ৬) ওয়ার্ড; এবং সেলিনা আক্তার যুথী (৭, ৮, ৯) ওয়ার্ড।
সাধারণ কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে আমিনুল হক, ২নং ওয়ার্ডে আবুল হাশেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮নং ওয়ার্ডে জাকির হোসেন গাজী ও ৯নং ওয়ার্ডে মোঃ সাজ্জাদ হোসেন টিটু।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, যুব মহিলালীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম-সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীসহ ফরিদগঞ্জের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ৪র্থ দফায় ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ