হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অরুয়াইল বাজার ক্ষিতিশ চন্দ্র টিম্বার ট্রেডার্স এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পথচারীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
আজ ২৩ মার্চ সোমবার বেলা সাড়ে ৯ টায় অরুয়াইল বাজার পুলিশ ফাড়ি রোড ক্ষিতিশ চন্দ্র টিম্বার ট্রেডার্স এর সামনে এ হাত ধোয়া কার্যক্রমের ব্যাবস্তা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পথচারীসহ এলাকার সূধী সমাজ।
অরুয়াইল বাজারের ক্ষিতিশ চন্দ্র টিম্বার ট্রেডার্স এর সত্তাধিকারী বাবু জহরলাল সূত্রধর ‘করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। মূলত পথচারীদের সচেতন করে তুলতেই হাত ধোয়ার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পথচারীরা এখানে হাত ধুতে পারবেন। এজন্য সাবান,টিস্যু ও পানি অরুয়াইল ক্ষিতিশ চন্দ্র টিম্বার ট্রেডার্স এর পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে।