খ.ম. নাজাকাত হোসেন সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলাধীন শরণখোলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত আজাহার আলী গাজীর ছেলে।সবজিক্ষেতে পানি দিতে গিয়ে ইলেক্ট্রিক মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে শাহ আলম গাজী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।পরিবার সূত্রে জানা যায়, কৃষক শাহ আলম বাড়ির সামনের সবজি ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর চালাতে যান। এসময় তিনি মোটরের তারে বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এসে সবজি ক্ষেত থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।