আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং

মোরশেদ হোসেন বাবু’র মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার শোক

সাজন বড়ুয়া সাজু :

টানা তিনদিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ হোসেন বাবু।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখা।

শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে জ্ঞানহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। শেষে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকরা জানান, ভর্তির পর থেকে পুরোপরি অজ্ঞান অবস্থায় ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। বহু চিকিৎসা দেয়ার পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই তাকে মৃতই ধরা হয়েছিলো। ৪৮ ঘন্টা অপেক্ষার পর বেঁচে থাকার আশা শেষ হওয়ায় অবশেষে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হলো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ