খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
শিয়ালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো তাজকিয়ার ৫ম জন্মদিন। সোমবার (২২ ফেব্রুয়ারী) রাতে কেক কেটে পালন করা হয় মোঃ হুমায়ুন কবিরের এক মাত্র কন্যা তাজকিয়ার জন্মদিন।নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা করতে আসেন আত্মীয় স্বজনরা।
তাজকিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও মিলাদ, দোয়া ও রাতের খাবারের আয়োজন করা হয়।
তাজকিয়ার জন্মদিনে উপস্থিত ছিলেন, তারেক আহসান, ফাহাদ খান,এনামুল হক সোহেল, মোঃ সোহাগ খান, আল মামুন, সরদার ইমতিয়াজ, শাওন সরদার, নাজমুল হক রনি,মোঃ ইকবাল হোসেন ও খ.ম. নাজাকাত হোসেন সবুজ সহ আর অনেক আত্মীয় স্বজনরা।
তাজকিয়া ২০১৬ সালের ২২শে ফেব্রুয়ারী বাগেরহাট জেলাধীন কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।