হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
নভেল করোনাভাইরাস চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সর্বশেষ করোনা ভাইরাস চলে এসেছে বাংলাদেশেও। ইতিমধ্যে বাংলাদেশে করোনায় কয়েক জনের মৃত্যু হয়েছে।
এই প্রাণ’ঘাতী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের আশায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল আঃ গণি শাহী জামে মসজিদে প্রতিবেশীদের উদ্যোগে আজ ২২ মার্চ রবিবার দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এশার নামাজ শেষে অরুয়াইল আঃ গণি জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া করা হয় দেশ বিদেশের সকল মুসলমানদের জন্য। দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গসহ বাসিন্দারা উপস্থিত ছিলেন।