আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

ভারতে অনুপ্রবেশের দায়ে ৬ শিশুসহ ১২ জন আটক

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জন শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেন বিজিবি।

আটককৃত ১২ জনের মধ্যে শুক্রবার ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে ও বাকি ৬ জন শিশুকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান পাটগ্রাম থানার ডিউটি অফিসার এ এস আই দীপ্তি রানী।

তিনি জানান, ওই সীমান্ত দিয়ে স্থানীয় শাকিল ইসলাম নামে এক দালালের মাধ্যমে ৬ জন শিশুসহ ১২ জন কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করে জানান, বিজিবি ওই ১২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে একটি মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে শিশু ৬ জন বাদে বাকি ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। শিশু ৬ জনকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ