আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে গাজা রাখার দায়ে যুবকের কারাদণ্ড 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

গাজা রাখার দায়ে
ঠাকুরগাঁওয়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।১৮  ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে রহিমানপুর ইউনিয়নে গাজা উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করে এ সাজা দেওয়া হয়।সাজাপ্রাপ্ত যুবক মোঃমোস্তকিম ওরফে সাহেদ (২৩) হরিহরপুর গ্রামের মোঃসামসুল হকের ছেলে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর কাঁচা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃমোস্তকিম ওরফে সাহেদকে (২৩) হাতেনাতে গ্রেফতার করা হয়।এসময় সেবনের উদ্দেশ্যে কেনা তার কাছে গাজা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।এ মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম, পেশকার বজলুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ