আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের মন্নাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. রফিকুল ইসলাম (৫০)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদে ভিত্তিতে সদর থানার ১২ নং সালন্দর ইউনিয়নের মন্নাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৫২ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ