আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

নির্বাচিত হলে মডেল পৌরসভায় রুপান্তরিত করবো – রুবেল ভাট

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে ২৬ হাজার ভোটের মধ্যে নৌকা পাবে ২০ হাজার ভোট। বিএনপি ১ হাজেরও কম ভোট পাবে। বিএনপি লোক ভাঁড়া করে এনেও কোন লাভ নেই। খায়ের ভূঁইয়া কেবল পাঞ্জাবী-পাজামা লন্ড্রী করতে দিয়েছে ! লন্কা বহু দূর। আপনাদের প্রতি জনগণের এখন আর কোন আস্থা নেই। কোন সন্ত্রাসী বাহিনীর লোক মেয়র হোক, এটা জনগণ চায় না। রামগতি ও রামগঞ্জেও বিপুল ভোটে নৌকার জয় হয়েছে। রায়পুরেও ২০ হাজার ভোট পেয়ে মেয়র হবে রুবেল ভাট।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ৫নং ওয়ার্ডে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট’র নির্বাচনী সভায় এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এর আগে রবিবার (১৪ ফেব্রুয়ারি) ৩নং ওয়ার্ডে রুবেল ভাট’র নির্বাচনী সভায় তিনি বলেন, নিরপক্ষ নির্বাচন দিলে বিএনপি ৩ হাজার ভোট পাবে, আওয়ামীলীগ পাবে ১৭ হাজার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাইল খোকন,
সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য এড. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক এড.ইউছুপ জালাল কিছমত, হারুনুর রশিদ প্রমূখ।

উল্যেখ্য, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৬ শত ৩১ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ