আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৫ ইং

মানবিক নড়াইলের আয়োজনে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি”

নড়াইল প্রতিনিধি :
শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর আয়োজনে মোঃ ইনামুল ইসলাম রিয়ানের সহযোগিতায়  নড়াইল জেলার ৫ নং শাহাবাদ ইউনিয়নের চরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বেচ্ছাসেবক তৈমুর হায়াতী,জাহিদুল হক,রনি ইসলাম,ইমরান,আদিবা মায়া,ফারাজি রফিক,আজানুর,বন্যা,রত্না,শামিমা,আবু সাহাদাৎ বাঁধন,ফারজানা,মিরাজ,বাহরুল।আরো উপস্থিত ছিলেন মানবিক নড়াইলের মডারেটর সুমাইয়া দিলশাদ তমা। দূরে থেকে যারা সব সময় অনুপ্রেরণা দিয়েছেন,মানবিক নড়াইল গ্রুপের উপদেষ্টা জনাব শেখ নাজমুল আলম(সিআইডি,জিআইজি) এবং গ্রুপের ক্রিয়েটর ও এডমিন হুমায়রা হক।
মানবিক নড়াইল (একটি সেবামূলক গ্রুপ) এর এক ঝাঁক সক্রিয় স্বেচ্ছাসেবক ও রক্তযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে আজকের কর্মসূচি সমাপ্ত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ