আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

বিজয়নগরে ভ্রাম্যমান আদালত দ্রব্যমূল্য চড়া দামে বিক্রির দায়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছ

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি 

 

বিজয়নগরে ভ্রাম্যমান আদালত দ্রব্যমূল্য চড়া দামে বিক্রির দায়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে বিজয়নগর উপজেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুরে দেওয়ান বাজারে মনিটরিংয়ে ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো: কামরুল ইসলাম দোকানে পন্য ক্রয় করার সময় দোকানিরা মূল্য বাড়িয়ে রাখলে দোকান গুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করা হয়।
ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আলমগিরকে ১৫ হাজার, সিরাজুল ইসলামকে ৫ হাজার, মজনু মিয়াকে ২ হাজার ও দীন ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান জানান, তারা হঠাৎ করে নানা অজুহাতে ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি করছে খবর পেয়ে ৪ দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ