হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি
বিজয়নগরে ভ্রাম্যমান আদালত দ্রব্যমূল্য চড়া দামে বিক্রির দায়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে বিজয়নগর উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুরে দেওয়ান বাজারে মনিটরিংয়ে ক্রেতা সেজে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো: কামরুল ইসলাম দোকানে পন্য ক্রয় করার সময় দোকানিরা মূল্য বাড়িয়ে রাখলে দোকান গুলোকে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করা হয়।
ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ আলমগিরকে ১৫ হাজার, সিরাজুল ইসলামকে ৫ হাজার, মজনু মিয়াকে ২ হাজার ও দীন ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মাহবুবুর রহমান জানান, তারা হঠাৎ করে নানা অজুহাতে ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি করছে খবর পেয়ে ৪ দোকান মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।