আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

কুয়েটে “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম শুরু

জিয়াউল ইসলাম  খুলনাঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দ্বিতীয় পর্যায়ে চার অর্ধদিবস ব্যাপী “অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। ০৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ২.৩০ টায় ভাচুর্য়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। ট্রেনিং প্রোগ্রামে রিসোর্সর্ পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর জনাব এম. আমিনুর এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব মোঃ ফিরোজ মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত কর্মকর্তাদের প্রথম পর্যায়ের ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ