আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উৎযাপন

ময়মনসিংহ প্রতিনিধিঃ

৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজকে (শুক্রবার) ফুলবাড়ীয়ার জাগ্রত আছিম গ্রন্থাগারের উদ্যোগে “জাতীয় জীবনে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা ৩০ মিনিটে জাগ্রত আছিম গ্রন্থাগার কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই আলোচনা সভার শুরু হয়।

জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ এর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মোঃ মোজাম্মেল হক। এসময় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য ও জাতীয় জীবনে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফুলবাড়ীয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, গ্রন্থাগারের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ রাজিব হাসান ও গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান জাহিদ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাব্বির আলম নাহিদ, জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মোঃ আবুল হাসান জয়, সহঃ অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহঃ সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, কার্যকরী সদস্য সিফাত উল্লাহ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এজন্য ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারীকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগারগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।”

এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়। তাছাড়া জাগ্রত আছিম গ্রন্থাগারের অগ্রযাত্রায় সবরকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
লেখাঃ জিল্লুর রহমান রিয়াদ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ