আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

চকরিয়ায় ৫টি অবৈধ ড্রেজার ধ্বংস ,বালুর ডাম্পার জব্দ , দু’জনের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । এসময় দুটি ডাম্পার জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে পাঁচটি শক্তিশালী ড্রেজার মেশিন । অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অপরাধে সাইদুল ইসলাম ও আলমগীর নামের দুই শ্রমিককে এক মাসের সাজা দেয়া হয়েছে । ৪ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন । চকরিয়া থানার উপ-পরিদর্শক মাইন উদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন ।
সুত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ডুলাহাজারা রংমহল এলাকায় অবৈধ ড্রেজার মেশিনে পরিবেশ ধ্বংস করে বালু উত্তোলন করছিল একটি চক্র । অভিযানে মূলহোতারা পালিয়ে গেলেও দুই শ্রমিককে আটক করতে সক্ষম হয়েছে । আটককৃতরা হলেন স্থানীয় রংমহল (৯নং ওয়ার্ড) এলাকার জসীম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৫) ও পৌরসভার ভাঙ্গারমুখ এলাকার বাসিন্দা সাহাব উদ্দিনের ছেলে আলমগীর (২৯) । আটকদের এক মাসের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । এই অভিযানে জব্দ করা হয়েছে বালু পরিবহনের দুটি ডাম্পার গাড়ি ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে পাঁচটি শক্তিশালী ড্রেজার মেশিন । অভিযানের পরদিন আবারও আবহমান বগাইছড়ি ছড়াখালে বাঁধ দিয়ে তার উপর এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিবহন চলাচলের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানায় এলাকাবাসী । এই অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছে স্থানীয় সচেতন মহল । চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসাইন বলেন, ডুলাহাজারা ইউনিয়নের রংমহলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে । এসময় দুই জনকে এক মাসের কারাদন্ড, ২ টি ডাম্পার জব্দ, ৫ টি ড্রেজার ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে । এই অভিযান অব্যাহত থাকবর বলে তিনি জানান । চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ডুলাহাজারার রংমহলে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে তাদেরকে শনাক্ত করতে এবং ক্ষতিপূরণসহ পরিবেশ আইনে মামলা রুজু করতে কক্সবাজারে দায়িত্বরতদের নির্দেশ প্রদান করা হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ