আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

কুষ্টিয়ায় পূর্নবাসন দাবিতে ইটভাটা মালিক-শ্রমিকের মানববন্ধন, সমাবেশ ও স্বারকলিপি প্রদান

খলিদ,সাইফুল,কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় বিকল্প পূর্নবাসন না করে ইটভাটা বন্ধের প্রতিবাদ এবং চলমান ভাটাগুলিতে লগ্নিকৃত পূঁজি রক্ষায় চলতি মৌসুমে ইট উৎপাদনের সময় পাওয়ার দাবিতে মালিক-শ্রমিক বিক্ষোভ সমাবেশ, মানব বন্ধন ও স্মারলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহষ্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ভাটা বন্ধ হওয়ায় এখাতে কর্মনিয়োজিত কয়েক হাজার শ্রমিকের জীবন-জিবিকা অনিশ্চয়তার মধ্যে পরেছে। মানববন্ধন ও সমাবেশে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলার ভাটা মালিক ও কয়েজ হাজার শ্রমিক অংশ গ্রহন করে। এময় বক্তব্য রাখেন জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ